২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০১:২৯

ইরান শিগগিরই করোনাভাইরাস নির্ণয়ে কিটের গণ-উৎপাদন শুরু করবে: রুহানি

অনলাইন ডেস্ক

ইরান শিগগিরই করোনাভাইরাস নির্ণয়ে কিটের গণ-উৎপাদন শুরু করবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান অচিরেই করোনাভাইরাস নির্ণয়ে কিটের গণ- উৎপাদন শুরু করবে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার এমনকি লাখ লাখ কিট উৎপাদন করা যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, উৎপাদিত কিটগুলো ইরানের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। 

তিনি আরও জানান,  ইরানি বিশেষজ্ঞদের তৈরি করোনাভাইরাস নির্ণয়ে কিটের চূড়ান্ত পরীক্ষা চলছে। প্রাথমিক সব পরীক্ষায় এ কিটের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এসব পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কিটের কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক এবং বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

কোভিড-১৯ নামের ভাইরাসের প্রকোপ গত বছরের শেষ নাগাদ প্রথম চীনে দেখা দেয়। ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে এরই মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের বিশ্বব্যাপী মহামারী হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইরানের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে,  কোভিড-১৯’এ আক্রান্ত ১৯ ব্যক্তি এ পর্যন্ত ইরানে মারা গেছে। এছাড়া, এ পর্যন্ত ১৩৯ জন এতে আক্রান্ত হয়েছে। সূত্র: পার্সটুডে

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর