স্লোভেনিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধ করা যাচ্ছে না। রাজধানী লুবলিয়ানা ছাড়িয়ে কপার, নোভা গোরিছা, ম্যাটলিকা, পোস্তোয়ানা শহর ছেড়ে এমনকি অস্ট্রিয়ার সীমান্তবর্তী শহর মারিবোরেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
১৪ মার্চ স্থানীয় সময় দুইটা পর্যন্ত দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৮১ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। পরিস্থিতির মোকাবেলায় ইতোমধ্যে স্লোভেনিয়ার সরকার পার্শ্ববর্তী রাষ্ট্র ইতালির সাথে সাময়িকভাবে সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্পেশাল মেডিকেল টিম স্থাপন করেছে। এছাড়াও পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে স্লোভেনিয়াতে কোনো যানবাহন প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কারও শরীরে কোভিড-১৯ সংক্রমণের কোনো খবর দেখা গেলে তৎক্ষণাৎ ১১২ কিংবা ০৮০১৪০৪ এ দুইটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করার জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার