চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্রান্সের সব রেস্তোঁরা, ক্যাফে, ক্লাব বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্রান্সের সব রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল ও ক্লাব শনিবার রাত থেকে বন্ধ রাখা হবে।
এদিকে, ইতালিতেও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইউরোপের দেশটিতে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে মোট মৃত্যু হলো ১৪৪১ জনের। শনিবার দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও ২১ হাজার ১৫৭ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার