ব্রিটেনে করোনায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেলেন ২১ জন। এদিকে, করোনাভাইরাসের কারণে আগামী মে মাসে লন্ডন মেয়র নির্বাচনসহ সব ধরনের স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ব্রিটেন সরকারের পক্ষ থেকে এক বছরের জন্য নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়া হলো।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে অস্বাভাবিক হারে। রয়েল লন্ডন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে ৮ দিন চিকিৎসা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন এক বাংলাদেশী। একের পর এক মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশী কমিউনিটি।
ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি জানান, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পুরো দেশের ৮০ শতাংশ জনগণ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল