মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখার করার একদিন পরই এক কূটনীতিকের করোনাভাইরাস ধরা পড়েছিল। এছাড়া তার সঙ্গে দেখা করেছেন এমন কয়েকজনের করোনা ধরা পড়ায় সম্প্রতি নিজেই করোনা পরীক্ষা করিয়েছেন ট্রাম্প। তবে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
হোয়াইট হাউজের ফিজিশিয়ান সিন পি. কনলি এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৮১৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা