প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬ জনে। শনিবার মৃত্যু হয় ৪০৭ জনের। আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৫৬ হাজার ৫৬৮।
করোনার বিস্তার ঠেকাতে জনসমাগমের ওপর দীর্ঘকালীন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স ও স্পেন। এছাড়া দেশ দুটিতে বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ দোকানপাট, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ , ইতালির পরেই ইউরোপে যা সর্বোচ্চ। আর শনিবার ইতালিতে ১৭৫ জনের মৃত্যুতে ইতালিতে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৪৪১ ।
এর আগে ইউরোপকে করোনাভাইরাস মহামারীর কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের চেয়ে ইউরোপের দেশগুলোতে প্রতিদিন করোনাভাইরাস দ্রুত ছড়ানোয় এবং মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় শুক্রবার এ ঘোষণা দেয় ডব্লিউএইচও।
বিডি প্রতিদিন/কালাম