নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে ঘোরাফেরা করার কারণে মানিকগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এ আদেশ দেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মত্ত এলাকার এক ব্যক্তি ১০ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। সরকারি নির্দেশনা মোতাবেক তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি তা না করে বাড়ির বাইরে ঘোরাফেরা করছেন এমন অভিযোগে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে হোম কোয়ারেন্টের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
উল্লেখ্য, নির্দেশনা ভঙ্গ করে বাড়ির বাইরে ঘোরাফেরার কারণে এ পর্যন্ত সাটুরিয়া উপজেলার ২ জন, ঘিওর উপজেলার ১ জন এবং শিবালয় উপজেলায় ১ জন বিদেশফেরত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন