চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, সরকার নির্দেশিত হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা অমান্য করায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্দেশনা অমান্য করে মসজিদে ও দোকানপাটে চলাফেরা করায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন