টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেন, প্রয়োজনে ইজতেমার মাঠকে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। দেশে বিদেশফেরত পাঁচ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশে ১৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন