কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ নিয়ে কুয়েতে করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন মোট ১৪৮ জন। প্রতিদিনকার মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন, চিকিৎসারত আছেন ১৩০ জন এর মধ্যে চারজন আইসিইউ তে আছেন। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি। কোয়ারেন্টাইনে আছেন ৫৭৪ জন। সূত্র- আরব টাইমস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন