মাগুরায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইনে রাখতে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন রীতিমত হিমশিম খাচ্ছে।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলার চার উপজেলা বিদেশ থেকে আসা ৮১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হোম কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের কঠোর নজরদারীতে রাখা হয়েছে।
শহরের স্টেডিয়ামপাড়া, পিটিআই পাড়া, বরুনাতৈল, ঘোড়ামারা এলাকায় সৌদি আরব, ইতালী, সিঙ্গাপুর ও বাহারাইন থেকে আসা একাধিক বিদেশ ফেরৎ ব্যক্তির বিরেুদ্ধে হোম কোয়ারেনটাইন না মানার আভিযোগ উঠেছে। তারা যত্রতত্র বাসা থেকে বের হচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, পিটিআই পাড়া, বরুনাতৈল ও স্টেডিয়াম পাড়ায় বিদেশ থেকে আসা একাধিক ব্যক্তি হোম কোয়ারেনটাই না মেনে পরিবারের সদস্যদের সাথে মেলামেশা ও বাড়ির বাইরে বের হচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ অভিযোগরে ভিক্তিতে তিনি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের টিম এসব এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। হোম কোয়ারেনটাইন অমন্যকারী ব্যক্তি ও তাদের পবিরারের সদস্যদের এ বিষয়ে শর্তক করা হয়েছে। পরবর্তীতে এর অন্যথা ঘটলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, করোনা প্রতিরোধে মাগুরায় একটি ও তিন উপজেলা তিনটি কোয়ারেনটাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইভাবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৫ শয্যার আইসলুশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ