ঝালকাঠিতে বিদেশফেরত ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৮, নলছিটি উপজেলায় ১১, রাজাপুর উপজেলায় ১৬ ও কাঁঠালিয়া উপজেলায় রয়েছেন ৩ জন। এরা ইতালি, ভারত, সৌদি আরব, লেবানন, সিঙ্গাপুর ও স্পেনফেরত।
এদিকে জেলার রাজাপুরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় বৃহস্পতিবার দুপুরে বিদেশফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৩ মার্চ ওমান ও কুয়েত থেকে উপজেলার গালুয়া ইউনিয়নে আসেন দুজন প্রবাসী।
উপজেলা স্বাস্থ বিভাগ তাদের দুজনকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরমর্শ দেয়। তাদের আগামী ২৮ মার্চ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা বাইরে ঘোরাফেরা করছিলেন। অপর দিকে ৬ মার্চ নেদারল্যান্ডস থেকে রাজাপুরে আসেন উপজেলা সদর ইউনিয়নের এক প্রবাসী। আগামী ২০ মার্চ পর্যন্ত তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি তা না মেনে প্রকাশ্যে বাইরে ঘোরাফেরা করছিলেন।
ঝালকাঠি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের আক্রমণ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঝালকাঠিতে জেলা প্রশাসক মো. জোহর আলীকে সভাপতি এবং সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারকে সদস্য সচিব করে জেলায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং করে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন