টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই জরুরি সভা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়রম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভ‚মি) মো.মঈনুল হক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন প্রকার সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনের ওপর জোর দেওয়া হয়। ইতিমধ্যে ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আসা ৬৪ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সভায় জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন