করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সুন্দরবনের সব পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বন বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এদিকে খুলনায় সব ধরনের সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত, কমিউনিটি সেন্টার ও বিনোদন পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত এবং ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলার সকল প্রকার কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সব ইকোট্যুরিজম স্পটে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন