হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় মুন্সীগঞ্জের দুই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা ছেলেকে ব্যবসার কাজে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ প্রেরণ করায় তার বাবাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা পাসপোর্ট অফিস ও পঞ্চসারের সুতারপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানান, কয়েকদিন আগে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত (দুবাই) ফেরত দুই প্রবাসী কোয়ারেন্টাইন ভঙ্গ করে মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে আসে। পরে পাসপোর্ট অফিসার জেলা প্রশাসনকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সিঙ্গাপুর ফেরত একজনকে ৫ হাজার টাকা ও সংযুক্ত আরব আমিরাত ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার