রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজায় কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করে বাজারে মাছ বিক্রি করেছেন ভারতফেরত এক প্রবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। একই সঙ্গে তাকে তৎক্ষণাত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ জানান, সরকার যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু অনেকেই হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেন, এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। রিজার্ভ বাজারে এসে দেখতে পাই একজন বাজারে মাছ বিক্রি করছেন। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তৎক্ষণাত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন