ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় মালয়েশিয়াফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১০ টায় ওই প্রবাসীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর সদরের ওই প্রবাসী বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। সরকারি নির্দেশনা মোতাবেক প্রবাস ফেরতদের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক কিন্তু ওই প্রবাসী এ নির্দেশনা অমান্য করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রবাস থেকে ফেরত আসার বিষয়টি স্বীকার করেন। হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এ সময় ওই প্রবাসী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার মুচলেকা দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন