হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করায় লক্ষ্মীপুুরে চার প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত লক্ষ্মীপুুর সদর, রামগঞ্জ ও রামগতি উপজেলায় অভিযান চালিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ দণ্ড করেন। একই সঙ্গে এসব প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যদেরও ঘরবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওই চার প্রবাসীর মধ্যে রামগঞ্জ উপজেলার দুই জনের কাছ থেকে ২০ হাজার টাকা, রামগতি ও লক্ষ্মীপুুর সদর উপজেলার দুই জনের কাছ থেকে ৫ হাজার করে ১০ হাজার টাকা আদায় করা হয়।
জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রবাস ফেরত ব্যক্তি ও তাদের পরিবার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্ত এ নির্দেশ অমান্য করে তারা অবাধে চলাফেরা করায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করায় তাদেরকেও হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন