মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এই নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া কনোরাভাইসাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দিয়েছে। এই লক্ষ্যে আমাদের দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতা হিসেবে এ উপজেলায় সকল প্রকার সভা-সমাবেশ, সাংস্কৃতিক, সামাজিক, ওরস, ওয়াজ-মাহফিল, কীর্তন, মেলাসহ সকল প্রকার অনুষ্ঠানাদি এবং যে কোনো গণজমায়েত সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হলো। এরই সাথে বিদেশফেরত ব্যক্তিদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন