মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টাইন না মানায় দুইজন প্রবাসীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবাসী দুইজনই বাইরাইন থেকে দেশে এসেছেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, হোম কোয়ারেন্টাইন না মেনে তারা বাসার বাইরে বের হওয়ায় তাদেকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে এ উপজেলায় বৃহস্পতিবার নতুন করে আরও ৩৬ জনকে প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা দোবাই, কাতার ও বাহারাইন ফেরত।
এর আগে, গত ১৮ মার্চ দোবাই, কাতার, ইতালি ও বাহরাইন ফেরত ১৩ জন, ১৬ মার্চ দোবাই ফেরত ৬ জন, ১৫ মার্চ আমেরিকা ফেরত ১৬ জন ও ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত দোবাই ও ইতালি ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. সাজ্জাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এদের শরীর পরীক্ষা করে করোনাভাইরাসের (কোভিড-১৯) কোনো লক্ষণ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন