চীনকে মৃত্যুপুরী বানিয়ে ভয়াবহ করোনাভাইরাসের তাণ্ডব এখন সবচেয়ে বেশি চলছে ইতালিতে। দেশটিতে করোনার প্রাদুর্ভাব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। প্রাণঘাতী এই ভাইরাস একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে। তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান বলে জানিয়েছে ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)।
স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালিতে প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৭ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে ৩ হাজার ৪০৫ জন মারা গেল।
এর ফলে মৃতের সংখ্যায় ইউরোপের এ দেশটি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল। গত বছরের ৩১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে মারা গেছে প্রায় ৩ হাজার আড়াইশ' মানুষ।
বুধবার ইতালিতে রেকর্ড সংখ্যক ৪৭৫ জন মানুষ মারা যায়। সেদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৯৭৮ জন।
যে ৫ ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।
করোনা মোকাবিলায় ইতালির সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সুরক্ষা দিতে জরুরি অবস্থা অব্যাহত রাখা হয়েছে। লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে। তবু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে মৃতের সংখ্যা।
করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। করোনা গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩২২ জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম