বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস বর্তমান বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে গোটা বিশেই বিরাজ করছে চরম আতঙ্ক।
প্রাণঘাতী এই ভাইরাসে বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮ জনের।
চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও এটি সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ইতালিতে।
চীনে করোনাভাইরাসে আজ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৮ জনের।
চীনকে ছাড়িয়ে এই ভাইরাস সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। এখন পর্যন্ত ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪১ হাজার ৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৫ জন।
করোনাভাইরাস যখন ইতালিতে মহামারী রূপ নেয়, তখন এই ভাইরাসটি রুখতে সর্রোচ্চ সহায়তা করছে দেশটির জনগণ।
একটি জরিপে দেখা গেছে, দেশটির সাধারণ মানুষের ৯৪ শতাংশই সরকারি বিভিন্ন পদক্ষেপ মেনে চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করছে।
দেশের প্রায় সব মানুষই সরকার ঘোষিত কোয়ারেন্টাইন ও অবরোধ অবস্থা মেনে চলছে। সূত্র: দ্য লোকাল
বিডি প্রতিদিন/কালাম