করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচারণা চানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা হাফিজুর রহমান।
এছাড়া গত ১৫ দিনে চরভদ্রাসনের প্রায় ১৮০ জন বিদেশ ফেরত প্রবাসীদের সন্ধানে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা লঙ্ঘন করায় বিদেশ ফেরত দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ইউএনও উপজেলার বিভিন্ন পথচারী, বিভিন্ন যানের যাত্রী, দোকান মালিক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষের হাতে করোনা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তারা জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নিয়ম মেনে চলার আনুরোধ করেন এবং মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।
এদিকে হোম কোয়ারেনটাইনের বিধিমালা লঙ্ঘন করায় বিদেশ ফেরত দুই ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করে তাদের পুনরায় হোম করেনটাইনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
এদিকে, করোনাভাইরাস বিষয়ে সতর্ক করে চরভদ্রাসনে বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মাইকিং।
বিডি প্রতিদিন/এনায়েত করিম