ভয়াবহ করোনাভাইরাসের কারণে গত দু’মাস ধরে বন্ধ রয়েছে চীনের সিনেমা হল। এরই মধ্যে দেড়শ কোটি ইউয়ানের বেশি ক্ষতি হয়েছে দেশটির। দুই মাস বন্ধের পর আবারো শুরু হতে যাচ্ছে চীনের সিনেমা হলের কার্যক্রম।
চীনা ফিল্ম কোম্পানী বলছে, দেশের চলচ্চিত্র শিল্পকে পুনর্জীবিত করতে সিনেমা থেকে অর্জিত সব অর্থ ব্যয় করা হবে। সেই সাথে কম মূল্যে সিনেমা দেখানোর কথাও বলছে কোম্পানীটি।
বৃহস্পতিবার ওয়ার্নার ব্রস পিকচার জানায়, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনের প্রদর্শন খুব শিগরিই শুরু হবে। ২০০২ সালে চীনে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি।
এর আগে চলতি মাসের ১৬ তারিখ শিনচিয়াং প্রদেশের বেশ কিছু সিনেমা হল চালু হয়েছে। এছাড়া ফুজিয়ান প্রদেশ, মঙ্গোলিয়াতে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শন। তবে একজন সিনেমা পরিচালক বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে সিনেমা প্রদর্শন করা উচিত হবে না চীনে।
বিডি প্রতিদিন/হিমেল