চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস বর্তমান বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে গোটা বিশ্বেই বিরাজ করছে চরম আতঙ্ক। প্রাণঘাতী এই ভাইরাসে বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮ জনের। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন। খবর নিউজ ফার্স্টের।
ফলে প্রাণঘাতী করোনাভাইরাসে থমকে গেছে বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব রকম স্বাভাবিক কার্যক্রম। আক্রান্ত দেশগুলোতে চলছে স্তব্ধাবস্থা। করোনাভাইরাস ঠেকাতে এবার শ্রীলঙ্কায় কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলবে পরবর্তী ৬০ ঘণ্টা। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে। আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এ ঘোষণার একদিন আগেই নির্বাচন কমিশন আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন পিছিয়ে দিয়েছে। এর মধ্যেই দেশটিতে কারফিউ জারি হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে। নিহতদের মধ্যে সবার ওপরে রয়েছে ইতালি। এর পরেই রয়েছে চীন।
বিডি-প্রতিদিন/শফিক