চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জেলা সদর ও গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ইতালিফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে নির্ধারিত সময়সীমা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গোমস্তাপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় এক নারীসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন