পিরোজপুর জেলা হাসপাতালে করোনাভাইরাসের আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন।
আইসোলেসন ইউনিটে ভর্তি ওই ব্যক্তির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে। পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন জানান, ওই ব্যক্তি রাতে ঢাকা থেকে মঠবাড়িয়ায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছিল।
এ সময় ভান্ডারিয়ার চরখালী এলাকায় প্রবাসী সন্ধেহে পুলিশ তাকে আটক করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। রাত ১টার দিকে হাসপাতালের ওই রোগীকে নিয়ে আসলে করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের প্রাথমিক লক্ষণসমূহ তার শরীরে অনুভব করছে বলে তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ারকে জানান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে প্রথমে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন আরও জানান, রাত ৩টা হওয়ার কারণে ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে না যেতে দেওয়ায় আইসোলেসন ইউনিটে যথাযথ নিয়ম অনুযায়ী তাকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন