কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় জেলায় ২৮২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে শুক্রবার সকাল থেকে ৫৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ১৩ জন এবং ভৈরব ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারে ১৩ জনকে রাখা হয়েছে।
তাদের মধ্যে কারও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি। শুক্রবার বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এদিকে ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার হোম কোয়ারেন্টাইন থেকে ২৭ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ১১৪ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন