চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের। তবে করোনায় রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে এক জনের।
এদিকে, প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তবে দেশে দেশে বিজ্ঞানীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর প্রতিষেধক উদ্ভাবনে। এবার সেই তালিকায় নাম লেখালো রাশিয়া। এরই মধ্যে দেশটি প্রাণীর শরীরে করোনাভাইরাসের প্রতিষেধক পরীক্ষার কাজ শুরু করেছে।
শুক্রবার রাশিয়ার কনজ্যুমার হেলথ রেগুলেটর এ তথ্য জানায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত সোমবার থেকে সাইবেরিয়ার একটি ল্যাবরেটরিতে প্রাণীর শরীরে করোনাভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের প্রটোটাইপ পরীক্ষার কাজ শুরু করেছে রাশিয়া।
নভোসিবির্স্ক শহরের ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টার ৬টি ভিন্ন ভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মে ওই পরীক্ষা শুরু করেছে বলে জানায় স্বাস্থ্য ব্যবস্থাপক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন