চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের। তবে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১০ হাজার ৮১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬১ জন।
প্রতিদিন মৃত্যু ও আক্রান্ত সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তবে দেশে দেশে বিজ্ঞানীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর প্রতিষেধক উদ্ভাবনে।
এদিকে, করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ানিরোধী ওষুধ ক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তাৎক্ষণিকভাবে এই ওষুধ বাজারজাত করতে পারবো এবং এখানেই এফডিএ (খাদ্য ও ওষুধ প্রশাসন) এত দুর্দান্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন