চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পর্যন্ত ৩৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার পর্যন্ত ইতালী, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে আগত ৩৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ১০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক