সিরাজগঞ্জে চীন ও মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফেরা ১১৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাদের পরামর্শসহ খোঁজ খবর নিচ্ছেন। তবে পুলিশ বলছে, সিরাজগঞ্জের পাসপোর্টধারী এ পর্যন্ত প্রায় ১৭০০ জন বিদেশ ফেরত সিরাজগঞ্জে রয়েছে। তাদের প্রত্যেককে খুঁজে বের করা হচ্ছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, বিভিন্ন দেশ থেকে ফেরা ১১৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লক্ষণ ছাড়াই তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। কোয়ান্টোইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদের তাদের কাছে যেতে নিষেধ করা হয়েছে। দূর থেকে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার নির্দেশ হয়েছে।
এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে লিফলেট-পোস্টারের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট দশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা ৬৫টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক