কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
এ নিয়ে কুয়েতে করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন মোট ১৫৯ জন।
প্রতিদিনকার মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৫৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন, চিকিৎসারত আছেন ১৩৭ জন। এর মধ্যে পাঁচজন আইসিইউ তে আছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কোয়ারেন্টাইনে থাকা ৫৭৪ জনের মধ্যে বেশ কয়েকজন ফিরে গেলেন তাদের নির্ধারিত সময় কোয়ারেন্টাইনে থেকে। সূত্র- আরব টাইমস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন