টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ২৬০ জনে। তাদের জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ পর্যবেক্ষণে রেখেছে।
এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ২৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক পরিবেশে ফিরে গেছেন। এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৮৫ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ২৫ জন হোম কোয়ারেন্টাইনে থেকে স্বাভাবিক পরিবেশে ফিরে গেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বিদেশফেরত।
বিডি প্রতিদিন/আল আমীন