চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের। নেদারল্যান্ডসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৬০ জন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৭৬ জন।
এদিকে, করোনাভাইরাস মোকাবেলায় নেদারল্যান্ডস সরকারের নেতৃত্ব দেওয়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইন্স পদত্যাগ করেছেন।
এর আগে দেশটির পার্লামেন্টে করোনাভাইরাস মহামারী বিতর্কে বক্তৃতা দেয়ার সময় অচেতন হয়ে পড়েছিলেন তিনি। পরে বৃহস্পতিবার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন এই ডাচ মন্ত্রী।
এক বিবৃতিতে ৫৬ বছর বয়সী এ রাজনীতিবিদ জানান, কয়েক সপ্তাহের টানা কাজের ক্লান্তির কারণেই তিনি অচেতন হয়ে পড়েন। এ কাজ চালিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই তার। এ অবসাদের কারণে তার শরীর করোনাভাইরাস সঙ্কট মোকাবেলার উপযোগী নয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন