জনসাধারণকে করোনাভাইরাস থেকে সচেতন থাকার লক্ষ্যে মানিকগঞ্জ পুলিশের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুলিশ সদস্যেরা এ প্রচারণায় অংশ নেয়। এছাড়া করোনাভাইরাসের অজুহাতে বাজারে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য পুলিশ বাজার মনিটরিং করছে। সদ্য বিদেশফেরত ব্যক্তিরা যেন হোম কোয়ারেন্টাইনে থাকে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মানিকগঞ্জ জেলার অন্যান্য থানার মতো শিবালয়ে পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাসের বিষয়ে সচেতনতার জন্য বিভিন্ন হাট-বাজার, গুরত্বপূর্ণ এলাকাগুলোতে মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার আরিচা ঘাট, ডাক্তারখানা, তেওতা, টেপরাসহ উপজেলার বিভিন্ন জায়গায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৬৭ জন বিদেশফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৩১ জনের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে জেলায় মোট ৪৪০ জন বিদেশফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন