২০ মার্চ, ২০২০ ২০:৪১

করোনা সচেতনতায় থানার মূল ফটকে বেসিন-হ্যান্ডওয়াস

নাটোর প্রতিনিধি:

করোনা সচেতনতায় থানার মূল ফটকে বেসিন-হ্যান্ডওয়াস

করোনাভাইরাস প্রতিরোধ করতে নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম নিয়েছেন অনন্য উদ্যোগ। থানার গেটের সামনে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলোন সাবান। রয়েছে একটি বিলবোর্ডও। সেখানে লেখা রয়েছে “বেসিনে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন”। শুক্রবার সকালে থানার মূল ফটকের সামনে ওই বেসিন স্থাপন করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে থানায়। নিজেদের সুরক্ষা এবং সকলকে সচেতন করতেই আমার এই উদ্যোগ। থানায় প্রবেশের পূর্বেই যেন সবাই স্যাভলোন সাবান দিয়ে ভালোভাবে হাত, মুখ ধুয়ে থানায় প্রবেশ করতে পারে তার জন্য স্থাপন করা হয়েছে বেসিন। আমরা চাই সকল মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক। তারপরও হোমকোয়ারান্টাইনে থাকা সকল বিদেশফেরত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর এবং পরামর্শ প্রদান করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর