হবিগঞ্জে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২৩৭ জনকে। শুক্রবার সকাল পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইন করা হয়। এর আগে বৃহস্পতিবার এ সংখ্যা ছিল মাত্র ১২৭ জন। এক দিনে বেড়েছে ১১০ জন।
জানা গেছে, প্রতিদিনই জেলায় কেউ না কেউ বিভিন্ন দেশ থেকে এসে প্রবেশ করছেন। অনেকেই আবার হোম কোয়ারেন্টাইন মানছেনও না। বিদেশ থেকে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক