করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে নীলফামারী পৌরসভা। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পৌরসভা পর্যায়েও পৃথক কমিটি গঠন করা হয়েছে কার্যক্রম পরিচালনায়। শনিবার জনসচেতনতা সৃষ্টিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
পৌরসভা পর্যায়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং সচিব মশিউর রহমানকে সদস্য সচিব করে পুরো কাজ মনিটরিং করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে অবহিতকরণ সভাও। নিজ নিজ এলাকাতে যদি কেউ বিদেশফেরত থাকেন তাহলে তাৎক্ষণিক সংবাদ দিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলরদের।
এদিকে পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে। এরই আলোকে শনিবার জনসচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট। সকালে শহরের বিভিন্ন এলাকায় প্যানেল মেয়র ঈসা আলীর নেতৃত্বে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।
এ সময় সচিব মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর, আব্দুল জলিল, আনিসুর রহমান, শিরিন নুর রিক্তা, কলিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ ও স্যানিটারি ইন্সপেক্টর মুর্তজা আলী উপস্থিত ছিলেন।
সচিব মশিউর রহমান জানান, পৌরসভার প্রতিটি এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকল কর্মকর্তা কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।
মাঠ পর্যায়ে সার্বক্ষণিক আমরা কাজ করছি। বিশেষ করে কোন এলাকায় বিদেশফেরত কেউ যদি এসে থাকেন তিনি যদি কোয়ারেন্টাইন নিশ্চিত না করে থাকে তাহলে আমাদের জানাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরও আমার এলাকার জনগণের কথা মাথায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৩৫ হাজার লিফলেট বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন