সাতক্ষীরায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক জরুরি মতবিনিময় ও পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে না থাকলে এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে রবিবার থেকে তাদের জেলে থাকতে হবে।
আলোচনার শুরুতে জেলা প্রশাসক প্রথমে সাতক্ষীরা জেলাতে করোনাভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুুতি এবং যে ধরনের কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তা তুলে ধরেন। সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, করোনা প্রতিরোধের একমাত্র উপায় নিজেদের সচেতন হওয়া।
সুতরাং সবাই সচেতন হয়ে করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন