ঝালকাঠি জেলায় শনিবার দুপুর পর্যন্ত ১১২ জন হোম কোয়্রেন্টাইনে রয়েছেন। নির্ধারিত ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ৯ জন প্রবাসফেরত ব্যক্তিকে রিলিজ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলাফেরা করায় ৬ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেণ ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানিয়েছেন প্রতিদিন সকাল ৮টায় রিপোর্ট আপডেট করা হয়। ইতিমেধ্যেই হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলাফেরা করায় জেলায় ৬ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেণ ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই করোনা প্রতিরোধে প্রচারণা চালাচ্ছে।
ঝালকাঠি নেজারত ডেপুটি কালেক্টর তাজবীর হোসেন জানান, শুক্রবার সারাদিন নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫ শ টাকা ও শনিবার দুপুরে মেয়াদোত্তীর্ণ হ্যান্ড ওয়াশ বিক্রি করায় ২ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন