নীলফামারীতে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত ৩২ জন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। এদের মধ্যে উত্তরা ইপিজেডের চীনা নাগরিক রয়েছেন ১৫ জন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় বিদেশফেরত আরো ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ১২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া তিনি বলেন, ৪০ জনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে, তারা সকলে সুস্থ আছেন।
সূত্র জানায়, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জেলা সদরে ২৬ জন, ডোমার উপজেলায় ২৪ জন, ডিমলা উপজেলায় ১৬ জন, জলঢাকা উপজেলায় ২০ জন, কিশোরীগঞ্জ উপজেলায় ১০ জন, সৈয়দপুর উপজেলায় ৯ জন এবং জেলা সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের চীনা নাগরিক ১৫ জন।
গত ১ ডিসেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে জেলায় এসেছেন ১৬০ জন। এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের ১৪টি কক্ষে ৫৮টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, ইতিমধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে বিনোদন কেন্দ্র বিন্ন্যাদিঘি (নীলসাগর) বন্ধ ঘোষণা ছাড়াও জনসমাগম ঘটে এমন সব অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
বিডি প্রতিদিন/আল আমীন