নারায়ণগঞ্জে আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৪ জন। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
তিনি জানান, নতুন করে শনিবার দুপুর পর্যন্ত ১৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এদের সকলেই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এর মধ্যে শুক্রবার রাতে ১৫ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইন থেকে ১৪ দিন শেষে বাড়ি ফিরেছেন।
ইমতিয়াজ জানান, আপাতত জেলাবাসীকে অনুরোধ করছি জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ব্যতিত বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে।
বিডি-প্রতিদিন/শফিক