গোপালগঞ্জে প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা টানানোর সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আজ শনিবার রাত সাড় আটটায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা থেকে মানুষকে নিরাপদ ও সচেতন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান জেলায় বিদেশ ফেরত ১৭৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন পর্যন্ত কোন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক