ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সেখানেই হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে আমেরিকা প্রবাসী জামাইকে। একই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির পরিবারের আরও তিন সদস্যকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলা সদরের কামাল চৌধুরীর মেয়ে ও তার জামাই গত ৭ মার্চ আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। জেলার নবীনগর উপজেলার নিজ বাড়ি থেকে শুক্রবার তারা নাসিরনগরে আসেন। এলাকাবাসী এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেন।
খবর পেয়ে ছুটে যান নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান। মো. কবির হোসেন জানান, ওই প্রবাসী ও তাঁর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও তাদের গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। প্রবাস ফেরত ওই দম্পতি এ বিষয়ে অবগত ছিলেন না বলে জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম