নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও নাসিক সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে ৩ ভাগে মাইকিং করা হচ্ছে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।
পুলিশ জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিদ্ধিরগঞ্জে ফিরেছেন অনেক প্রবাসী। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাই সিদ্ধিরগঞ্জ থানার ওসির উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধের জন্য আজ থেকে এ মাইকিং এর কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. রুবেল হাওলাদারসহ বিভিন্ন গণম্যাধমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় আমরা এ প্রচারণা চালাচ্ছি। যদি কেউ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম