কিশোরগঞ্জে নতুন করে ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মালয়েশিয়া ফেরত একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর মধ্যে জেলার অষ্টগ্রাম উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়) ১৩ জন এবং ভৈরব ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টারে ১৪ জনকে রাখা হয়েছে। তাদের মধ্যে কারও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি।
আজ শনিবার বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আইসোলেশনে থাকা ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার কোন লক্ষণ দেখা যায়নি। তিনি ভালো আছেন। আজই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় শনিবার হোম কোয়ারেন্টাইন থেকে ২৪ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ১৩৮ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম