মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোমকোয়ারেন্টাইনের শর্ত না মানায় শনিবার রাতে চার প্রবাসীকে চল্লিশ হাজার টাকা জরিমানা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের তিন জনের বাড়ি উপজেলার জালালিয়া সড়তে। এরা মদিনা ফেরত। অপর জনের বাড়ি শহরের হবিগঞ্জ সড়কে। তিনি কাতার ফেরত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করেন। তিনি বলেন, হোমকোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করে তারা বাইরে ঘুরাফেরা ও অন্যান্য কর্মকান্ড যুক্ত হওয়ায় ৪ জন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি হোমকোয়ারেন্টাইনে থাকা সবাইকে ১৪ দিন ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার