ভারতে কোরনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই'শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫। এ অবস্থায় আজ রবিবার ভারতজুড়ে কারফিউ পালিত হবে।
এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে আরও একজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়ালো। ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোন ইতিহাস নেই। এর আগে পশ্চিমবঙ্গে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায় ।
গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ওই দিন (রবিবার ) সবাই ঘরে থাকবেন; রাস্তায় বের হবেন না। যারা মনে করছেন এই সঙ্কটে প্রভাব ভারতের ওপর পড়বে না; তারা ভুল ভাবছেন। এটি বিশ্বের জন্য অনেক বড় সঙ্কট। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা আক্রান্ত হননি, তারাও আজ করোনায় আক্রান্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার