২২ মার্চ, ২০২০ ০৮:০৪

যে যেখানে আছেন, সেখানেই থাকুন: মোদি

অনলাইন ডেস্ক

যে যেখানে আছেন, সেখানেই থাকুন: মোদি

নরেন্দ্র মোদি। ফাইল ছবি

বিশ্বব্যাপী মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৮৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ভারতেও হানা দিয়েছে। এরই প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যে নাগরিক, যে শহরে বন্দি, সে অনুগ্রহ করে সেই শহরেই থাকুন।

অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে মোদি শনিবার এক টুইট বার্তায় এই আহ্বান জানান।

পূর্ব ঘোষণা অনুয়ায়ী রবিবার সকাল ৭টা-৯টা অনুষ্ঠিত হবে জনতা কার্ফু। সেটি বাস্তবায়নেই এই অনুরোধ করেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার একাধিক টুইট করেছেন তিনি।

মোদি বলেন, “আমি অনুরোধ করছি নাগরিকরা যে শহরে আটকা পড়েছেন, তারা সেই শহরে থাকার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় সফর এড়ান। এভাবে আমরা করোনার সংক্রমণ প্রতিরোধ করতে পারব। অযথা বাড়ির বাইরে পা রাখবেন না। নিজের এবং পরিবারের কথা ভাবুন।”

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর